যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামে শত্রুতা বসত গরীব রাজমিস্ত্রি গোয়াল ঘরে আগুনে পুড়ে দুটি গরু একটি ছাগল মারা গেছে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।
রবিবার ভোররাতে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর বেলেমাট পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সজিব হোসেনের গোয়াল ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ওই রাতে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে সক্ষম হয়। এতে গোয়াল ঘরে থাকা দুটি গরু এবং একটি ছাগল পুড়িয়ে মারা যায়। যার আনুমানিক মূল্য হবে লক্ষাধিক টাকা। সজিব হোসেন পেশায় একজন দরিদ্র রাজমিস্ত্রি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান আমরা রোববার ভোররাতেই ফায়ার সার্ভিসের সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় -সজীব হোসেনের নিকট আত্মীয়রাই এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।