ঝিকরগাছায় মরা গরুর মাংস বিক্রি কালে ২৫ হাজার টাকা জরিমানা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৪, ০৫:৫১ এএম

রবিবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের রাজবাড়ী গ্রামে মরা গরুর মাংস বিক্রি কালে গরুর মালিক এবং কসাইদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত মাংসগুলো মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ঝিকরগাছা থানা এবং বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে কামাল হোসেনের বাড়ি অভিযান চালায়। এ সময় কামাল হোসেন (৩৮) জানান, মৃত্যু প্রায় একটি গরু জবাই করে কসাইদের কাছে বিক্রি করে দিয়েছি। ক্রেতাগণ সাত মাইল বাজারের কসাই শার্শা উপজেলার বাগ আঁচড়া গ্রামের ইমানুর খাঁর ছেলে নাজমুল হোসেন (৩৮), হাবিবুর রহমানের ছেলে সাজু আহমেদ (৩৪) এবং জোনাব আলীর ছেলে শামীম হোসেন (২৪)। তারা মরা গরুর মাংস কম মূল্যে কিনে বাজারে বিক্রি করেছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদ ভ্রাম্যমান আদালত বসিয়ে মরা গরু বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং কসাইদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার জরিমানা আদায় করা হয়। উদ্ধারকৃত মাংসগুলো মাটি চাপা দিয়ে নষ্ট করে দেয়া হয়। অভিযান কালে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বাঁকড়া পুলিশ ক্যাম্পের পুলিশ অফিসার এবং স্যানিটারি অফিসার উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW