অজয় দেবগনের জন্মদিনে কাজলের আবেগঘন বার্তা

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৪, ০৭:৩৮ এএম

বলিউড অভিনেতা অজয় দেবগনের ৫৫তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। এই বিশেষ দিনটি উদ্‌যাপন করতে বলিউড অভিনেত্রী কাজল তার ইনস্টাগ্রামে আবেগঘন শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন অজয় দেবগনের ভ্রমণের ডায়েরি থেকে একটি ছবি। ছবিতে দেখা অজয় দেবগন সাদা টি শার্ট পরা, সানগ্লাস চোখে আয়েশি ঢঙে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কাজলের স্ট্যাটাস- ‘আমি জানি, তুমি তোমার জন্মদিন নিয়ে খুবই আনন্দিত। তুমি এতোটাই উচ্ছ্বসিত যে শিশুদের মতো লাফিয়ে উঠেছো, হাতে তালি দিচ্ছো। এবং কেকের চারপাশে ঘুরঘুর করছো। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অজয় দেবগন।’ এরপর কাজল লিখেছেন,‘যদি কারও কাছে এই আনন্দঘন সময়ের ভিডিও থাকে তো পাঠাও।’ কাজলের এই পোস্ট দেওয়ার তিন ঘণ্টার মধ্যে এক লাখেরও বেশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন। শুধুমাত্র অজয়ের জন্মদিন বলেই নয়, কাজল তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্মদিনেও শুভেচ্ছাবার্তা দিতে ভুল করেন না। এর আগে শাশুড়ির জন্মদিনেও বউ-শাশুড়ির মিষ্টি একটি ছবি শেয়ার করে ভক্তদের অবাক করে দিয়েছিলেন। উল্লেখ্য, ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় কাজলের। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW