আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল হক ডাবলু। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, বুধহাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবু, শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম, রিপন হোসেন, অমেদ আলী, জরিপ, বিল্লাল হোসেন সহ বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।