বোদায় ৩দিব্যাপী বারুনী গঙ্গা স্নান উৎসব শুরু 

এফএনএস (লিহাজ উদ্দিন মানিক; বোদা, পঞ্চগড়) :  : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৪, ০৪:৫৫ এএম

পঞ্চগড়ে বোদায় সনাতন ধর্মালম্বীদের ৩দিন ব্যাপী বারুনী মহা গঙ্গা স্নান উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর উত্তরমুখী শ্রোতে এ গঙ্গা স্নান শুরু হয়। পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর জেলা হতে শত শত সনাতন ধমীয় লোক জন পাপ মোচন ও পবিত্র হওয়ার জন্য স্নান করে। এ উপলক্ষে এই খানে তিন দিন ব্যাপী মেলা বসে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW