রাজবাড়ীতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর ২৭ রমজান শাড়ী, লুঙ্গি বিতরণ করেন। রোববার সকালে ৩ হাজার শাড়ী ও লুঙ্গি বিতরণ শুরু করার জন্য জেলা পুলিশের নিরাপত্তার জন্য আবেদন করা হয়। তবে ফজরের নামাজের পর থেকেই লোকজন জড়ো হতে থাকে। তিনি বলেন, সকাল ৬ টার দিকে নির্ধারিত গেইটে বাদেই পাশের টিনের গেইটের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অনেকে। এতে পদদলিত হয়ে ওই নারী মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় পেলে তার পরিবারকে সহযোগিতা করা হবে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, নিহত নারীর পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।