কচুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৪, ০৫:২৮ পিএম

কচুয়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যুর হয়েছে। ৭ এপ্রিল আনুমানিক সকাল ১০ টায় আরিফুল ইসলাম সরদার ওরফে লিকচান (৩৫) নিজ বাড়ির দক্ষিন-পূর্ব পার্শের মাঠে গরু আনতে গেলে সেখানে বজ্রপাতে তিনি নিহত হন। (ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন)।  নিহত ঐ যুবক কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের মো: মহিয়ার রহমান সরদারের ছেলে ও চরসোনাকুর মাদ্রাসার একজন চতুর্থশ্রেনীর কর্মচারী। এরপরেও আরিফুল ইসলাম সরদারকে সকাল সাড়ে ১১ টায় কচুয়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মোস্তফিজুর রহমান আমাদের প্রতিনিধিকে জানান যে, তাকে মৃত অবস্থতায় আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল, তারপরও আমরা পরীক্ষা নিরিক্ষা করে দেখেছি, আসলে সে মৃত ছিল। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW