সিডনিতে শপিংমলে ছুরি হামলা, নিহত ৫

এফএনএস :  : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৪, ১০:২৯ এএম

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৩ এপ্রিল) দেশটির নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং সেন্টারে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি মোট নয়জনকে ছুরিকাঘাত করেছেন। তাদের মধ্যে নয় মাসের একটি শিশুও রয়েছে। ভুক্তভোগীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্টনি কুক বলেন, তাদের বিশ্বাস, হামলাকারী একাই কাজটি করেছে এবং এর সঙ্গে আর কোনো হুমকি নেই। তিনি জানিয়েছেন, হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার উদ্দেশ্য কী ছিল সেটিও পরিষ্কার নয়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি স্থানীয় সময় বিকেল ৩টার দিকে শপিংমলে ছিলেন। পরে বেরিয়ে যান এবং ২০ মিনিট পরেই একটি ছুরি নিয়ে ফিরে আসেন। হামলাকারী কয়েকজনকে ছুরিকাঘাত করার পর তাকে গুলি করে হত্যা করেন কাছাকাছি থাকা এক পুলিশ কর্মকর্তা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW