নওগাঁর ধামইরহাটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ১৪৩১ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে কার্যক্রমের সূচনা করে গ্রামের পুরনো সংস্কৃতি বর-বধু এবং পালকি, মাটির কলসি সহ গৃহবধূ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-ছাত্র, এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ নিয়ে মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রদক্ষিন শেষে গ্রামীণ সংস্কৃতির নৃত্য অনুষ্ঠিত হয়। গ্রামীণ সংস্কৃতির অংশ লাঙ্গল, জোঁয়াল,বিদা,ভার-শিকা, মাটির থালা-বাসন, কুপি -হারিকেন, কাঠের জাঁত, ঢেঁকি, ধান কোবা পিড়া, মাছ ধরা পলই- খলই, হুকা, গরুর গাড়ি, টোপর বা ছই, গ্রামের মেয়েদের সারিবদ্ধ ভাবে বসে মাথার চুল বাধা, নকশি কাঁথা সেলাই, কুলা দিয়ে ধান ঝাড়া ইত্যাদি প্রদর্শনী ব্যবস্থা করা হয়। বং উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর ব্যবস্থাপনায় অংশ গ্রহণকারী সকলের জন্য পান্তাভাতের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী পান্তা ভাতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ওসি তদন্ত হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিয়ষক কর্মকর্তা মিজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।