নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রেশমা আক্তার বানু (৪০) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে মারপিটের অভিযোগে মহাদেবপুর থানা পুলিশ আবদুর রহিম (৪৭) নামে এক যুবককে আটক করেছে। তিনি উপজেলা সদরের হাসপাতালপাড়া চকগোবিন্দ গ্রামের মো: আব্দুলের ছেলে। গত শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে থানা পুলিশ তাকে আটক করে।
আহত রেশমা আক্তার বানু ওইগ্রামের এনামুল হকের স্ত্রী ও ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। এনামুল হক অভিযোগ করেন যে, তিনি ওই স্থানে জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেন। গত শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রতিপক্ষরা তার নির্মিত বাড়ির দেয়াল দিয়ে উপরে উঠে ভাংচুর করতে থাকে। রেশমা তাদেরকে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে ও ধারালো হাসুয়া দিয়ে মাথায় কোপ মারে। এতে রেশমার মাথা কেটে যায়। তার মেয়ে মোবাইলফোনে মারপিটের ভিডিও ধারণ করলে তার উপরও হামলা করে মোবাইলফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ ব্যাপারে ওই গ্রামের মো: আব্দুলের দুই ছেলে আবদুর রহিম ও কালাম, কালামের ছেলে নাজমুল, স্ত্রী নাজমা ও রহিমের স্ত্রী সুমাইয়ার বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, প্রধান অভিযুক্তকে আটক করে শনিবার নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চালানো হচ্ছে।