নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ এক গৃহবধূকে ধর্ষণের মামলায় গোলাম মোস্তফা (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বিলমোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাতে থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, অভিযুক্ত গোলাম মোস্তফা তিন সন্তানের এক জননীর স্বামী বাড়িতে না থাকার সুবাদে গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তার শয়ন কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করতে থাকে। ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে গোলাম মোস্তফা পালিয়ে যেতে সক্ষম হয়। ওই গৃহবধূ এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ গোলাম মোস্তফাকে আটক করে সোমবার দুপুরে নওগাঁ কোর্টে পাঠায়।