গজারিয়া ৮ দিন পর অগত এক নারীর মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:১৮ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৮ দিন পর অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহ পাশেই পড়ে ছিল রক্তমাখা কাঁচি।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও দক্ষিণপাড়া নতুন কবরস্থান সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ৩০ বছরের মত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) রাতের কোনো একসময় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

সোমবার সকালে রাসেল মিয়া নামে এক ব্যক্তি কবর জিয়ারত করতে কবরস্থানে যাচ্ছিলেন। এ সময় ভুট্টা ক্ষেতের পাশে রক্তাক্ত এক নারীর মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আল আমিনকে জানান। ইউপি সদস্য আল আমিন থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খান জানান, নিহতের গলায় ধারালো কিছুর আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকা-। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW