সাঁথিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৪, ০১:৫২ পিএম : | আপডেট: ১৬ এপ্রিল, ২০২৪, ০১:৫২ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামবাসীর আয়োজেনে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ের চুড়ান্ত প্রতিযোগিতা সোমবার (১৫এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়ার রাজাপুর রেল স্টেশন চত্বরে পদ্মা এগ্রো স্পেয়ার্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলীমের সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরী। আর ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে টিকেয়ে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনসুর আলম পিনচুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে পাবনার ভাঙ্গুড়া ও দ্বিতীয় হয়েছে পাবনার রামকান্তপুরের মায়ের দোয়া, তৃতীয় হয়েছে আট ভাইয়ের মায়া ঢাকা। হাজার হাজার দর্শক ঘোড় দৌড়ের এই প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় স্পনসর করেন পদ্মা এগ্রো স্পেয়ার্স কোম্পানি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW