আসন্ন তেঁতুলিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থীর আবদুল লতিফ তারিন সাংবাদিকদের সংগে মতবিনিময় সভা করেছেন। আজ সকাল ১১ টায় তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য আবদুল লতিফ তারিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর হওয়ার সম্পর্কে সাংবাদিকদের নানামুখী প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সন্তান এবং শৈশব থেকে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতির সংগে জড়িয়ে তেঁতুলিয়া উপজেলায় সর্বপ্রথম ছাত্রলীগের রাজনীর নেতৃত্ব প্রদান করেছি। পরবর্তীতে পড়া-লেখার স্বার্থে পঞ্চগড় জেলার বাহিরে অবস্থান করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সংগে কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদেও আছি। সাংবাদিকের জানান আমি বিগত সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়ন চেয়েছি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে বর্তমান এমপি নাইমুজ্জামান মুক্তাকে নৌকা প্রতীক দেয়ায় নিজের মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন করেছি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তেঁতুলিয়া উপজেলার সন্তান হিসেবে এলাকার উন্নয়ন তরান্বিত করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছে। এজন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাই।
এসময় উপজেলা কৃষকলীগের সভাপতি রিয়াজুল মোল্লাহ, আওয়ামী লীগের নেতা হায়দার মোল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল বাছেদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান, মহিলালীগের নেত্রী আকলিমা ও সেতারা বেগম সহ শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।