উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রথম ধাপে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কচুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা সেখ মোঃ জালাল উদ্দীন কচুয়া উপজেলার মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মাহফুজুর রহমানের ছেলে যুবলীগ নেতা মেহেদি হাসান বাবু মনোনয়ন ফরম জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, কচুয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন মনোনয়ন ফরম জমা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাধবী রানী শীল, হনুফা খাতুন ও মোসাঃ ইয়াসমিন আক্তার মনোনয়ন জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন যাচাই-বাচাই ১৭ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম স্ব-স্ব পদে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন কমিশন বরাবর মনোনয়ন ফরম পূরণ করে মনোনয়ন পত্র জমা দিতে হয়েছে। এতে করে এবার নির্বাচন কমিশন অফিসে প্রার্থী ও সমর্থকদের ভিড় ছিলো না।