কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা গো হাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল মহিলা আইনজীবীর উপর হামলা চালিয়েছে। এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় সে নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করছে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার আল্লাহর দরকার গোহাট বাজার এলাকায় শরিফ উদ্দিন ও অ্যাডভোকেট ফারজিনা ইয়াসমিন (৪২) দীর্ঘদিন যাবৎ পাশাপাশি বস বাস করে আসছেন। হঠাৎ করে কয়েক মাস ধরে ভূমি দুঃস্য শরিফ বিভিন্ন জায়গায় লোক মুখে বলে আমি আইন জীবি ফারজিনার মধ্যে জমি পাব। বিগত দিনে কেন্দ্র করে কয়েক বার কথা কাটাকাটি ও বাগবিত- হয়। গত ১০ই এপ্রিল সকাল ১১ টার ভূমিদস্য শরীফে নেতৃত্বে তার ছেলে শাকিল (৩৪) ও সাওন (৩১) সহ ৫/৬ সশস্ত্র অবস্থায অ্যাডভোকেট আরজিনা ইয়াসমিন তার বাড়ির সীমানা প্রাচীর ভাঙতে থাকে। আইনজীবী আরজিনা ইয়াসমিন নিষেধ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে সে প্রতিবাদ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালা। তাদের হাতে থাকা লোহার রড, লাঠি,সুঠা দিয়ে আরজিনা ইয়াসমিন কে মাথা ও হাতে আঘাত করলে সে জখম হয়ে মাঠিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে সে থানায় নিজে বাদী হয়ে একটি লিখত অভিযোগ দায়ের করেন।