সুজানগরে মুজিবনগর দিবস উদযাপন

এফএনএস (সুজানগর, পাবনা) :  : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৪, ০১:৫০ এএম

সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন ও সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী। বক্তারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মুজিবনগর সরকারের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এক সংক্ষিপ্ত বক্তৃতায় সরকারের যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিমের সুফল তুলে ধরার পাশাপাশি উপজেলার সংশ্লিষ্ট নাগরিকদের এই স্কিমে অংশ গ্রহণের আহবান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW