মণিরামপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:১৬ এএম

উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে মণিরামপুরে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন ও থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন লাউড়ী রামনগর কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ কে এম মফিজুর রহমান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW