জামালপুরের মেলান্দহে প্রাণী সম্পদ মেলা ও ১৮ এপ্রিল দুপুরে শহিদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইউএনও মাহবুবা হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, খামারি সমিতির সভাপতি হাসমতুল্লাহ হাসেম, মালঞ্চ এরিয়া খামারি সমিতির সাধারণ সম্পাদক ছাব্বিরুল্লাহ প্রমুখ। মেলায় ৩০টি স্টল স্থান পায়।