সারা দেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (এমপি)। উদ্বোধন শেষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রদীপ কুমার সরকার। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাকসুদুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুর রহমান সন্যামত, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবুল আকন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সিদ্দিকুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, খামারী মোঃ মাহবুবুর রহমান জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা সভার পরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।