শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) :  : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৪, ০২:৪২ এএম

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর জাতীয়ভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয় এর সহযোগিতায়, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোছা: রেহানা খাতুনের তত্বাবধানে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন হয়। এ প্রদর্শনীর স্থানীয়ভাবে উদ্বোধন করেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদীর সভাপতিত্বে ও এলডিডি প্রকল্পে নিয়োজিত ডা. মোকরেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়াও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: ফারজানা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শাহাদৎ হোসেন, গণমাধ্যকর্মী, খামারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্ত্বরে প্রদর্শনীতে ২৪টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সাংসদ আলহাজ¦ মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীসহ অন্যান্য অতিথিবৃন্দরা। তবে প্রদর্শনীর একদিনের হলেও প্রাণিসম্পদের সেবা সপ্তাহ কার্যক্রম আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW