লৌহজংয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৪, ০৬:৪৫ এএম

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লৌহজং উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। 

উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাঈমুর রহমানের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ উপজেলার অর্ধশতাধিক খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদের স্টল গুলো ঘুরে দেখেন। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীতে ৩২ টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, পশুপাখি, পশুখাদ্য, দুগ্ধজাত খাবার ও পশু চিকিৎসার ওষুধ প্রদর্শন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW