নেত্রকোনার কলমাকান্দার গণেশ্বরী নদীতে লাফ দিয়ে গোসল করার সময় চব্বিশ বছর বয়সী স্বাক্ষর মজুমদার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের পাহাড়ি গনেশ্বরী নদীতে রাবার ড্যামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থী স্বাক্ষর মজুমদার ময়মনসিংহ শহরের কৃষ্টপুর মদিনা মসজিদ নামক এলাকার বাচ্চু মজুমদারের পুত্র। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনার্সে অধ্যায়নরত শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ময়মনসিংহ এলাকা থেকে শাহরিয়ার আলম অন্ত, মো. সানি মিয়া, রবিনুর রহমান রবিন, স্বাক্ষর মজুমদার পাহাড়ি এলাকা দেখার জন্য কলমাকান্দায় রাব্বি নামে এক বন্ধুর বাসায় বেড়াতে আসে গত বুধবার রাতে। পরে রাব্বি সকালে পৃথক পৃথক মোটরসাইকেল যোগে তাদেরকে নিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘুরতে বের হন। ঘোরাঘুরি একপর্যায়ে অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে পড়েন তারা। পরে একটু স্বস্তির জন্য লেঙ্গুরা বাজার সংলগ্ন রাবার ড্যামে গোসল করছিল সবাই। লাফালাফি করে গোসল করার সময় বুকের মধ্যে পানিতে বারি লেগে নিঃশ্বাস আটকে সবার অজান্তে পানিতে তলিয়ে যায় স্বাক্ষর মজুমদার।
এসময় তা দেখে গোসল করতে আসা নাম না জানা স্থানীয় এক যুবক ওই শিক্ষার্থীর সাথে থাকা বন্ধুদের বলেন, আপনাদের সাথে এক লোক পানিতে তলিয়ে গেছে। পরে স্থানীয়রাসহ অনেক খোঁজাখুঁজির পর স্বাক্ষর মজুমদারকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরবী মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে স্বাক্ষর মজুমদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।