ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মোঃ মিঠু নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন নগরকান্দার পাড়াদিয়া নামক স্থানে পৌছালে রেললাইনে থাকা ঐ ব্যক্তি রেলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত মিঠু সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা বলেও জানা গেছে। নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।