সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ তিন নেতা গ্রেপ্তার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৪, ০৩:৪৪ এএম

নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের ইসলামি বাংলাদেশ এর তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ এপ্রিল সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেতারকৃতরা হলেন নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. আল ফারুক আবদুল লতিফ, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম ও বোতলাগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খয়রাত হোসেন বসুনিয়া। সৈয়দপুর থানা সুত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় গ্রেপ্তার করা হয়। ওইদিনই আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW