দুর্গাপুরে আ.লীগের কর্মী সমাবেশ

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৪, ০৬:৩৪ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লীগের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্দ্যেগে উপহার বিতরণ শেষে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি মোহাম্মদ মোশতাক আহমেদ রুহী। অন্যান্যের মধ্যে, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আবদুস সালাম, সাবেক মেয়র শ ম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যানগন সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলার মানুষ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আ.লীগকে ক্ষমতায় এনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীর জনক শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে সকলকে চলার আহবান জানানো হয়। আপনাদের সাথে নিয়ে নেত্রকোনা-১ আসনকে নতুন ভাবে সাজাতে চাই। এ উদ্দ্যেগ কে কুলষিত করতে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা চুপি চুপি সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমি পরিস্কার ভাষায় বলতে চাই, সন্ত্রাসীদের কোন আস্তানা নেত্রকোনা-১ আসনে হবে না এবং হতে দেবনা। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজদের ঠিকানা দুর্গাপুর ও কলমাকান্দার মাটিতে হবে না। উন্নয়নের ধারা চলবেই চলবেই। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW