উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। হাতল নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ। বাধাহীন ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো এফডিসিজুড়ে মোতায়েন সাধন হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ সময় ভোট দিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশ করেন কর্মী মারুফ। বাবা কর্মী হায়াতের হাত ধরেই রূপালি পর্দায় অভিষেক হয়েছিল তারই ছেলে কর্মী মারুফের। ‘ইতিহাস’ সিনেমা, যা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর মারুফ অভিনয় করেন আরও সামান্য সিনেমায়। মাঝে বেছে নেন প্রবাস জীবন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এই চিত্রনায়ক। আর ৮ বছর পর ভাগ নিলেন এফডিসির ভোটে। শুক্রবার ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘অনেক সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। খুব ভালো লাগছে এমন পরিস্থিতি দেখে। মনে হচ্ছে আমরা সবাই এখানে আছি। এটি একটি উৎসব।’ উল্লেখ্য, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ মুকুল ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। দুই প্যানেলের সদস্যরা ভোটারদের আহ্বান জানাচ্ছেন ভোট প্রদানের। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। এবার মোট ভোটার সংখ্যা ৫৭১ জন।