জেনে নিন, ইনভার্টার স্মার্ট এসির যত সুবিধা

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৪, ০৭:০৮ এএম

গরমে স্বস্তি পেতে কমবেশি সবাই এসি ব্যবহার করছেন। তবে এসি ব্যবহারে সবচেয়ে বেশি যে ব্যাপারটা চিন্তায় ফেলে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল কমাতে এসি ব্যবহারে নানান ট্রিকস ফলো করেন। তবে যদি আপনি নতুন এসি কেনার উক্তি ভাবেন তাহলে ইনভার্টার স্মার্ট এসি কেনা করা হবে বুদ্ধিমানের কাজ। ইনভার্টার এসি সাধারণত দ্রুত সময়ে ঘর ঠান্ডা করতে পারে। এটি শুরুতেই বেশি শক্তি ব্যবহার করে চালু হয়। এবং পরে কম্প্রেসর পুরোপুরি বন্ধ না হয়ে শুধু মোটর এর কাজের গতির পরিবর্তন হয়। শুরুতেই বেশি শক্তিতে কম্প্রেসর চালু হয়ে দ্রুত ঘরকে ঠান্ডা করে। ফলে শুধু যে ভালোভাবে ঘর ঠান্ডা হবে তা নয়, বরং সাশ্রয়ও হবে। বৈদ্যুতিক বিল আকাশছোঁয়া হবে না। এছাড়াও এয়ার কন্ডিশনার ভালো থাকবে অনেকদিন। সাধারণ এসি থেকে এই ইনভার্টার যুক্ত এসির ফলপ্রসূতা কিছুটা আলাদা, ঘর ঠান্ডা হওয়া অর্থাৎ কুলিং এবং এসি মেশিনের বিল- এই দুইয়ের নিরিখে। একটি এয়ার কন্ডিশনারে যখন ইনভার্টার থাকে তখন পাওয়ার কনজাম্পশন অল্প হয়। অর্থাৎ এসি মেশিন চললেও মারাত্মক বৈদ্যুতিক বা বিদ্যুৎ ব্যয় হয় না। ফলে অস্বাভাবিক বৈদ্যুতিক বিল আসার সম্ভাবনা কম। ইদানীং বেশিরভাগ স্মার্ট এসি মেশিনেই রয়েছে ইনভার্টার টেকনোলজি। একটি সাধারণ এয়ার কন্ডিশনার কোনো অঞ্চল ঠান্ডা করে ব্যবহারকারীর পছন্দসই তাপমাত্রায় নিয়ে আসে এবং পুরোপুরি কমপ্রেসার বন্ধ করে দেয়। এরপর যখন তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করে তখন নতুন করে কমপ্রেসার চালু হয়। ফলে কারেন্ট কনজাম্পশন বেশি হয় এবং বৈদ্যুতিক বিল বেশি আসতে বাধ্য। অন্যদিকে যে এয়ার কন্ডিশনারে ইনভার্টার রয়েছে সেটি একটি এলাকার তাপমাত্রা কমিয়ে তা ঠান্ডা করে দেয়। অথচ কমপ্রেসার পুরো বন্ধ হয় না। সর্বনিম্ন একটা গতিতে চালু থাকে। তার ফলে তাপমাত্রাও খুব একটা বৃদ্ধি পায় না। আর বাড়লেও তার উপর নিয়ন্ত্রণ থাকে এয়ার কন্ডিশনারের। প্রয়োজনে গতি বৃদ্ধি পায় কমপ্রেসারের। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW