২০২১ সালে সর্বশেষ লিগে ৩৩ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এবারও একই রকম হেসেছে সোহানুর রহমানের স্টিক। গত শুক্রবার পুলিশের বিপক্ষে শেষ ম্যাচের আগে ৩৭ গোল করে ফেলেন তিনি। এমন গোলবন্যা যাঁর স্টিকে হকি লিগে এক আসরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটায় তো তিনি চোখ রাখতেই পারেন। সেই চোখ তাঁর ঠিকই ছিল। গত শুত্রকার দরকার ছিল তাঁর ৩ গোল। সুপার সিক্সেই মোহামেডানের বিপক্ষে হ্যাটট্রিক করা সোহানুরের জন্য সেটি অসম্ভব কিছু ছিল না। কিন্তু রেকর্ডের চাপ যেন চেপে বসে তাঁর মাথায়। নইলে পাঁচটি পেনাল্টি কর্নার থেকেও কোনো গোল করতে না পারা সোহানুরের সঙ্গে যায় না। কিন্তু এদিন স্টিকে-বলে হচ্ছিলই না যেন তাঁর। হ্যাটট্রিক আর রেকর্ডের লক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত এক গোল পেয়েছে সোহানুর। সেটি পেনাল্টি স্ট্রোক থেকে। সোহানুরের লক্ষ্য পূরণ না হলেও মেরিনারদের জয় অবশ্য আটকায়নি তাতে। ৪-২ গোলে জিতে পরের ম্যাচে আবাহনীর জয় কামনা করেছে তারা। অনেক নাটকের পর সেই আবাহনীর জয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ারও দাবি থাকে তাদের। তবে পুরো আসরে গোল করার দিক দিয়ে সোহানুরের ধারেকাছে কেউ ছিল না। এক ম্যাচে ৭ গোলও করেছেন তিনি, ৫ গোল করেছেন আরেক ম্যাচে। গতকালের হ্যাটট্রিকের ফলে মোহামেডানের ফয়সাল বিন সারির হয় দ্বিতীয় সর্বোচ্চ ২৫ গোল। সোহানুর এদিন ১৯৯৫-এর লিগে গড়া ঊষার রফিকুল ইসলাম কামালের ৪০ গোলের রেকর্ড ভাঙতে চলেছিলেন। শেষ পর্যন্ত থেমেছেন ৩৮ গোলে। ‘হয়তো চাপ নিয়ে ফেলেছিলাম। সে কারণেই হলো না। তবে পরের লিগেই চাইব এই রেকর্ডটা ভেঙে দিতে।’-ম্যাচ শেষে বলেছেন সোহানুর।