কচুয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের হলরুমে বীরমুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন প্রস্তাবিত ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সেখ আলী আকবর, সাংগঠানিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন, সহকারি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সেখ ইউনুস হোসেন, মঘিয়া ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সেখ মতিয়ার রহমান, সাবেক বাধাল ইউনিয়ন কমন্ডার বীরমুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, সাবেক ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকীব সহ সকল ইউনিয়ন কমান্ডারবৃন্দ। বক্তব্য শেষে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপস্থিত সকল বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪ ভাগের ৩ ভাগই মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়াম্যান এবং বর্তমান চেয়ারম্যান প্রদপ্রার্থী নাজমা সরোয়ারের পক্ষে কাজ করার জন্য একমত পোষন করেন ও ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামীকাল থেকেই তারা সকলে নির্বাচণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।