রামগতিতে দুই প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্মীপুর) : : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৪, ০৪:৫৮ এএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় দুই প্রতিদন্ধী চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস। শনিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহবুব রোমান চৌধুরী স্বাক্ষরিত এ নোটিশ চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ ও শরাফ উদ্দিন আজাদকে দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরদ্দের নির্ধারিত তারিখ থাকলেও ওই দুই প্রার্থী প্রতীক বরাদ্দের পুর্বেই প্রতীকসহ পোষ্টার ছাপিয়েছেন। যাহা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ২২ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫(১) ও ৫(২) এর লঙ্ঘন। আগামী তিন দিনের মধ্যে উভয় প্রার্থীকে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ বলেন, প্রতীকসহ কোন পোষ্টার ছাপানো হয়নি। অতি উৎসাহী কেউ আমার চাহিত প্রতীক দিয়ে পোষ্টার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করেছে। একই কথা বললেন অপর চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ। 

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহবুব রোমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরদ্দের নির্ধারিত তারিখ রয়েছে। তার আগেই ওই দুই প্রার্থী প্রতীকসহ পোষ্টার ছাপিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এজন্য তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে উভয় চেয়ারম্যান প্রার্থীকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW