শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ প্রয়াত শাহজাহান কবীর-এর স্মরণসভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পৌর পাঠাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম। শাহজাহান কবীরের বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক কাজী আবদুর রহিম, কবি ও কথাসাহিত্যিক জিয়ারুল হোসেন, লালন গবেষক সুমন শিকদার, কবি ও সাহিত্যিক মিতুল সাইফ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়- ইউনূস হাসান, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইউনুস আলী মোল্লা, শিক্ষক ইসহাক আলী, শিক্ষক মফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক খায়রুল হোসেন সাথী, সাংবাদিক কাজী মৃদুল, সাংবাদিক কামাল হাওলাদার, নাগরিক সমাজের সভাপতি শরিফুজ্জামান আগা খান, পৌর কাউন্সিলর আবদুল মাজেদ, শিক্ষক মশিয়ার রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব রায়হান চৌধুরী ও শরাফৎ হোসেন। এ সময় সমাজের সুধীজনেরা উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে প্রয়াত শাহজাহান কবীর-এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।