অতিরিক্ত তাপে হিট স্ট্রোকে রিকশা চালকের মৃত্যু

এফএনএস : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৪, ০৪:৫৮ পিএম

হিট স্ট্রোকে সিলেটের দক্ষিণ সুরমায় আবু হা‌নিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদেস হাসান জানান, দুপুর ১২টার দিকে আবু হা‌নিফ মিয়া নামে এক রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ইয়ারদেস হাসান আরও জানান, নিহত রিকশাচালকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW