তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যনের যুব সমাজের সঙ্গে মতবিনিময়

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৪, ০৪:১৬ এএম

তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাহমুদুর রহমান (ডাবলু)  এলাকার যুব সমাজের সংগে মতবিনিময় করেছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের খুনিয়াভিটা (কাজীপাড়া) বাসার উঠানে কাজী শাহাবুদ্দিন স্কুল এ- কলেজ এর অধ্যক্ষ এমদাদুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহাকির  শিক্ষক হুমায়ুনের সঞ্চালনায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী কাজী মাহমুদুর রহমান (ডাবলু) উপস্থিত যুব সমাজের মাঝে বিগত পাঁচ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালে নানামুখী উন্নয়নের কথা তুলে ধরেন স্বাগত বক্তব্য রাখেন এবং যুব সমাজকে উম্মুক্ত আলোচনার সুযোগ দেন।  এসময় আসন্ন নির্বাচনের কলা কৌশলসহ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ছাত্রলীগের প্রিন্স, হ্যান্ডবল খেলোয়ার শিহাব, ব্যবসায়ী সারোয়ার হোসেন সোহাগ, সাংবাকি এস কে দোয়েল, আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক এম এ বাসেত, সহকারি শিক্ষক আজিজুল হক, বিএসসি শিক্ষক আতাউর রহমান মানিক ও আখচাষী জাকির হোসেন। মতবিনিময় সভায় এলাকার নানান পেশার দুশতাধিক যুবক অংশগ্রহণ করেন। শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্র্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান সকলে ধন্যাবাদ জানিয়ে আসন্ন নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW