২য় ধাপে অনুষ্ঠেয় দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, দিনাজপুর জেলা কৃষকলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোপেশ চন্দ্র রায়, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরদা ভূষণ রায় লিটন, কাহারোল উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক স্মৃতি রানী রায়, বাংলাদেশ আওয়ামীলীগ কাহারোল উপজেলা শাখার সভাপতি একেএম ফারুক, সাবেক জেলা পরিষদ সদস্য আরমান সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ কাহারোল উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা হোসেন আলম ও পারভেজ হোসেন শাহ্। মহিলা ভাইস চেয়ারম্যান হলেন মৌসুমী আক্তার, ডোলোমনি রায় ও রাবেয়া পারভীন। ভাইস চেয়ারম্যান রঘুনাথ চন্দ্র রায়, মাজেদুর রহমান খোকন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সফিকুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ আবু রায়হান।