কালীগঞ্জে রুপসা পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে ৮ যানবাহনে ধাক্কা, আহত ১৪

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৪, ০৯:০৪ পিএম

ঝিনাইদহ কালীগঞ্জে মেইন বাসষ্টান্ডে রুপসা পরিবহন বাসের ধাক্কায় ৮ টি যানবাহনের চালক ও যাত্রীসহ ১৪ জন আহত হয়েছেন। আহত যানবাহনের চালক ও যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেছেন ।
রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রুপসা পরিবহন(ঢাকা মেট্রো-ব ১৫-০৭১৪) কালীগঞ্জ মেইন বাসস্টান্ডে পৌছে বেলা ১১ টায় দিকে নিয়ন্ত্রন হারিয়ে ৩ টি রিক্সা,২ টি ইজিবাইক,১ টি প্রাইভেট কার, ১ টি মোটর সাইকেল ও ১ টি পাওয়ার টিলার গাড়িতে ধাক্কা দেয়। এসময় ধাক্কালাগা যানবাহনের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। কালীগঞ্জ মেইন বাসষ্টান্ড ও শহরের মানুষ আহতদের উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করেন। কালীগঞ্জ মেইন বাসষ্টান্ডটি দিনরাত ২৪ ঘন্টা যানবাহন চলাচলে অত্যান্ত ব্যাস্ত থাকে। রুপসা পরিবহনের বাসটি ৭ গাড়িতে ধাক্কা দিয়ে সামনে প্রায় ২,শ গজ দুরে পাওয়ারটিলারে চাপা দিয়ে আটকে যায়। 
দূর্ঘটনায় আহত ইজিবাইক চালক আশরাফ হোসেন জানান, আমার গাড়িতে যাত্রী উঠিয়ে পাশে দাড়িয়ে ছিলাম শহরের ভিতর যাওয়ার জন্য ঠিক এসময় বেপরোয়া ভাবে চালিয়ে আসা রুপসা পরিবহন বাস এসে আমাদের ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শী মেহেদি আল মাসুদ বলেন,ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছে,ঘটনায় আহত রিক্সা চালকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আহতদের কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন। সোহেল নামে একজনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশের সার্জেন্ট রাসেল হোসেন বলেন, তিনি ও এক ট্রাফিক পুলিশ সড়কের পাশে দাড়িয়ে ছিল এসময় দেখতে পান বাসটি বেপরোয়া গতিতে চালিয়ে এস পর পর ৮টি যানবাহনের সাথে ধাক্কা দিল।
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW