নবাবগঞ্জে মাটি চাপায় যুবক নিহত

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) :  : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৪, ০৬:৩৭ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজাররে একটি মসজিদের পাইলিং খুঁড়তে গিয়ে সোমবার সন্ধ্যায় মাটি চাপা পড়ে আজিজুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার নলেয়া গ্রামের আজাদ আলীর ছেলে। নবাবগঞ্জ থানারর অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ জানান, উপজেলার ভাদুরিয়া বাজারে একটি পুরাতন মসজিদের পূণঃনির্মাণ কাজে ভিত্তি প্রদানের জন্য গত কয়েকদিন ধরেই আজিজুল কাজ করে আসছিল। সোমবার বিকালে আজিজুলসহ কয়েকজন শ্রমিক মাটির ১৫ ফিট নীচে পাইলিং খুঁড়ছিল। এ সময় ভেজা ও নরম মাটি উপর থেকে ধ্বসে পড়লে ২ জন শ্রমিক মাটির নীচে চাপা পড়ে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজিজুলকে মৃত ঘোষনা করেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW