চট্টগ্রামের হাটহাজারীতে তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মঙ্গলবার বর্হি বিভাগের রোগীদের মাঝে হিট স্ট্রোকের উপর সচেতনতামুলক স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমার নির্দেশনায় স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার ডাঃ শারমিন শামসুদ্দিন ও ড: শাহরিন আনোয়ার এই শিক্ষা প্রদান করেন। এর পাশাপাশি সেনিটারি ইন্সপেক্টর ওমর ফারুক সেবা গ্রহন করতে আসা রোগীদের মাঝে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হিট স্ট্রোকের ব্যাপারে সকল নাগরিক সচেতন থাকার আহ্বান জানান।