শুভ নববর্ষ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক বালিয়াকান্দি শাখার শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। “পুরাতন ঋণ পরিশোধ করুন, প্রয়োজনে নতুন ঋণ গ্রহন করুন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গ্রাহকদের উদ্বুদ্ধ করেন ব্যাংক কর্মকর্তাগন। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে কৃষি ব্যাংক বালিয়াকান্দি শাখার কার্যালয়ে দিনব্যাপী হালখাতা কার্যক্রম চলে। হালখাতায় আসায় গ্রাহকদের ব্যাংকের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়।
আমানত সংগ্রহ, ঋণ আদায় ও ঋণ বিতরণ এর বিশেষ কর্মসূচি গত ১৫ তারিখ থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে ২১ জন গ্রাহকের নিকট থেকে ১ কোটি ৩৫ লক্ষ টাকা আমানত সংগ্রহ করা হয়। এর আগে গত দুই দিনব্যাপী গ্রাহকদের উদ্বুদ্ধকরণের জন্য গ্রামে, পাড়া মহল্লায় মাইকিং করা হয় ব্যাংকের পক্ষ থেকে। পাশাপাশি ঋণ খেলাপিদের ঋণ পরিশোধ করার জন্য তাগিদ দেওয়া হয়।
কোন প্রকার ঝামেলা ছাড়াই হালখাতার দিনে ২ লাখ ৫০ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছি বলে জানান জামালপুর ইউনিয়নের শুকুর আলী। একই ইউনিয়নের মাসুদ মিয়া বলেন, হালখাতার দাওয়াত পেয়ে ব্যাংকে এসে পুরাতন ঋনের ৬৫ হাজার ৪৭৩ টাকা পরিশোধ করেছি।
বালিয়াকান্দি কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জি.এম. আশরাফ হোসেন মোল্লা বলেন, কৃষি ব্যাংকের এ হালখাতা অনুষ্ঠানের আমন্ত্রণে সাড়া প্রদানের জন্য সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। দিন ব্যাপী হালখাতায় প্রায় ৩শত গ্রাহক ঋনের আংশিক, সমূদয় পরিশোধ করেছেন, অনেকেই আমানত রেখেছেন বলেও তিনি জানান।