জয়পুরহাটে যুব ফোরামের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল বুধবার জয়পুরহাট এসো এনজিও'র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের সদর উপজেলার যুব ফোরামের সদস্যগনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সমাজে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগরিক প্লাটফর্মের সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী এবং নাগরীক ফোরামের সদস্য রতন সিংহ, এসো নির্বাহী পরিচালক মোঃ মতিনুর রহমান, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। এ ছাড়া ডেমক্রেসিওয়াচ এর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোছাঃ নাসিমা বেগম,ক্লাস্টার কোঅরডিনেটর এস এ এম মইন, সিনিয়র ফিল্ড অফিসার মোঃ জিয়া হায়দার প্রমুখ।