তীব্র তাপদাহে লক্ষ্মীপুরের রামগতিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তিন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই শিক্ষার্থীদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর চর নেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অজ্ঞান হয়ে পড়া শিক্ষার্থীরা হলো, ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী বিবি রাবেয়া, নাসরিন আক্তার ও ফাতেমা আক্তার ঝিনুক।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মমিনউল্যাহ জানান, রোববার সকাল ৮টা থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে ৫ম শ্রেণির ছাত্রী বিবি রাবেয়া, নাসরিন আক্তার ও ফাতেমা আক্তার ঝিনুক গরম সহ্য করতে না পেরে হঠাৎ মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে য়ায়। এ সময় তারা জ্ঞান হারিয়ে ফেলে। প্রাথমিক ভাবে মাথায় পানি ঢালার প্রায় আধা ঘন্টা পর তাদের জ্ঞান ফেরে। এরপর অভিভাবকরা এসে তাদেরকে বাড়িতে নিয়ে যান। উপজেলা শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয়ের তিন জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। এখন তারা সম্পুর্ন সুস্থ্য আছে।