ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সভাকক্ষে মঙ্গলবার সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, এপ্রিল, ২০২৪ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, বদরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবুল কালাম, লিয়াকত আলী লাভলু, স্থানীয় গন্যমান্য ও শিক্ষকবৃন্দ। সভায় আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী জোরদার করনের উপর গুরুত্ব দেওয়া হয় এবং উপজেলার অন্যান্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে বলে মতামত প্রকাশ হয়।