সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : : | প্রকাশ: ২ মে, ২০২৪, ০২:৪২ এএম

সোনারগাঁ উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল ২মে বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে এই প্রতিক বরাদ্দ করেন।

এসময় চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম ঘোড়া, বাবুল ওমর আনারস, আলী হায়দার দোয়াত কলম প্রতিক বরাদ্দ পেয়েছেন। পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম মুকুল মাইক, মোঃ ফয়েজ শিপন চশমা, মাসুম চৌধুরী তালা ও জাহাঙ্গীর টিউবওয়েল প্রতিক পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার ফেন্সী হাঁস ও শ্যামলী আক্তার ফুটবল প্রতিক পেয়েছেন। 

এদিকে নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী কোহিনুর ইসলাম রুমা, অ্যাডভোকেট নুরজাহান বেগম, হেলেনা আক্তার এবং পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাহবুব পারভেজ, জহিরুল ইসলাম খোকন হাইকোর্টে রিটের মাধ্যমে প্রার্থীতা ফিরে পাওয়ায় আগামী ৫মে তাদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে। আগামী ২১মে সোনারগাঁয়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW