চরভদ্রাসনে আনোয়ার মোল্যা কাউছার বেপারী ও তানজিনা আক্তার নির্বাচিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : : | প্রকাশ: ৯ মে, ২০২৪, ০৩:২০ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নিয়ে মোঃ আনোয়ার আলী মোল্যা ১৬০২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইঞ্জিনিয়ার সৈয়দ নিজাম উদ্দিন আহম্মদ টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০৪৫৪ ভোট। এ ছাড়া অন্যান্যের মধ্যে দোয়াত কলম প্রতীকে মোতালেব হোসেন মোল্যা পেয়েছেন ১০৩৫ ভোট, মোটরসাইকেল প্রকীকের মোঃ খবির উদ্দিন শেখ পেয়েছে ৯৮০ ভোট ও মোঃ ফারুক হোসেন মৃধা পেয়েছেন ৩৮৬ ভোট। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাউছার হোসেন বেপারী টিউবওয়েল প্রতীকে ৯৭৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি টিয়া পাখি প্রতীকের মোশারফ হোসেন পেয়েছেন ৯৭১০ ভোট। এ ছাড়া অন্যান্যের মধ্যে চশমা প্রতীকের জান-এ-আলম পেয়েছেন ৫৭৩২ ভোট, তালা প্রতীকের মোন্নাফ মোল্যা ২৪১৬ ভোট ও মোহাম্মদ সামসুদ্দিন মোল্যা ৯৯০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানজিনা আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে ১০৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের নাজমা বেগম পেয়েছেন ৮১০৩ ভোট। এ ছাড়া অন্যান্যের মধ্যে ফুটবল প্রতীকের রওশন আরা পারভীন ৬৪৫৮ ভোট ও বৈদ্যতিক পাখা প্রতীকের হামেদা বেগম পেয়েছেন ৩১৯৮ ভোট।

জানা যায়, এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৬৩১০৫। এরমধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২৯৩৯৩। বৈধ ভোটের সংখ্যা ২৮৭৩৫, বাতিলকৃত ভোট ৬৫৮ এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.৫৮।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW