লোহাগড়ায় যুবসমাজের উদ্যোগে বৃক্ষ রোপন

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : : | প্রকাশ: ১০ মে, ২০২৪, ০৬:১৩ এএম

যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে। গাছ লাগান, পরিবেশ বাচান, এই শ্লোগানকে সামনে রেখে লক্ষীপাশা যুব সমাজের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিকালে লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া এলাকায় নড়াইল-লক্ষীপাশা মহাসড়কের পার্শ্বে ফলজ ও বনজ গাছ লাগিয়ে এ কর্মসূচীর শুরু হয়। 

এ সময় পরিবেশ রক্ষার দাবিতে সকলকে এগিয়ে আসতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, লক্ষীপাশা যুবসমাজের সমন্বয়ক এস.এ সাইফুল্লাহ মামুন, সৈয়দ পিকুল, সবুজ সরদার, শাহিন আলম, ইকবাল হাসান, রাসেল, রকিব, সাগর, জামসেদ, বলরাম, তরুণ সমাজ সেবক চৌধুরী আনিসুর রহমান সনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল চত্বরেও গাছ লাগানো হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW