নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় বিসিকের গ্যাস লাইনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চবটী শাসনগাঁও বিসিক মোড়ে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পর সেখানকার গ্যাস তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে সড়কের কাজ চলমান থাকায় কোনো কারণে পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি। হতাহতের কোনো খবর নেই, তবে ৩/৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।