ভাংচুর ও মারপিটের ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২০ জনকে আসামি করে মামলা

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) :  : | প্রকাশ: ১২ মে, ২০২৪, ০৩:১০ পিএম

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়ী ও মাইক ভাংচুর ও মারপিটের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ ২০জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা। এমন ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। 

১১ মে শনিবার ব্যাটারি চালিত অটো ইজি বাইকে মাইকের মাধ্যমে দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফের মোটরসাইকেল প্রতীকের প্রচার-প্রচারনার চলাকালে সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়ের শিবপুর গ্রামের রাস্তার ওপর দিয়ে প্রচার গাড়ী যাওয়ার সময় নির্বাচনে অংশগ্রহনকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  আবদুল মজিদ সরদারের ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচনে নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান ও নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে মোটরসাইকেল প্রতীকের প্রচারগাড়ী থামিয়ে গাড়ীর চালক কিশমত গনকৈড় গ্রামের মৃত হাসেম আলীর পুত্র রহিদুল ইসলামকে মাইক বন্ধ করতে বলে জানায় এই রাস্তায় মোটরসাইকেল প্রতীকের কোন প্রচার প্রচারনা চলবে না। অটো চালক এই কথার প্রতিবাদ করলে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের হুকুমে সাইফুল বাহিনীর বেশ কয়েকজন ক্যাডার অটো চালক রহিদুল ইসলামকে মারপিট করে গাড়ী ও গাড়ীতে থাকা মাইক ভাংচুর করে। এ সময় অটো চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অটো চালককে মৃত্যুর মূর্খ থেকে বাঁচায়। পরে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবর দিলে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ১২ মে দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ বাদী হয়ে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ তার বাহিনীর ২০জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছন। দুর্গাপুর থানার মামলা নং ৯। এ বিষয়ে মামলার বাদী চেয়ারম্যান প্রার্থী প্রভাষক শরিফুজ্জামান শরিফ বলেন, দুর্গাপুর উপজেলায় সুন্দর শান্ত পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারনা চলে আসছিলো। বর্তমানে আমার প্রতিদ্বন্দি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ সরদারের দিক থেকে সাধারন ভোটাররা মুখ ফিরিয়ে নেওয়ায় প্রার্থী সহ তার সমর্থিত নেতাকর্মীদের মাথানষ্ট হয়ে গেছে। তাদের নিশ্চিত পরাজয় জেনে আমার প্রচারগাড়ী, মাইক, মোটরসাইকেলের কর্মী ও সমর্থকদের মারপিট ও জীবননাশের হুমকি ধামকি দিয়ে চলেছে। আমি অআইনের ওপর শ্রদ্ধাশীল। আমি আইনের আশ্রয় নিয়েছি, আইনগতভাবে আমি এই মামলার লড়াই করে যাবো। এ বিষয়ে মামলার বাদী সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত (০১৭১১৪৭৯১০২) নম্বরের ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের এক প্রার্থীর সমর্থক অন্য প্রার্থীর প্রচার গাড়ী ও মাইক ভাংচুর ও চালককে মারপিট করার অভিযোগ এনে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW