আমতলীতে বেসরকারী সংগঠন এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ২দিন ব্যাপি এলাকাবাসীর সাথে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা সভা সোমবার সকাল ১০টায় নূরজাহান ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গ্রামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
এনএসএস এর প্রোগ্রাম নার মৃদুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, ভিডিসি সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন ফকির, আমতলী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জালাল উদ্দিন, হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম স্বপন, ঘোফখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন প্রমুখ। সভায় ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিগত দিনের কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয় এবং আগামী দিনে যাতে সকল কর্মপরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার কর্মশালা শেষ হবে।