ট্রেনে দুর্ঘটনায় কবলিতদের বিমার আওতায় আনা হোক

এফএনএস: : | প্রকাশ: ১৪ মে, ২০২৪, ০৫:৫৫ এএম

যাতায়াত করার সময় অনাকাক্সিক্ষত ভাবে মানুষ দুর্ঘটনার স্বীকার হয়। দুর্ঘটনায় কবলিত অনেকে আহত অবস্থায় জীবন কাঁটায় আবার দুর্ঘটনায় অনেকের মৃত্যুও হয়। এতে পরিবার দুর্ভোগে পড়ে যায়। দুর্ঘটনায় নিঃস্ব অবস্থায় কিছুটা দুর্ভোগ থেকে বাঁচতে বিভিন্নখাতে বিমার প্রচলন শুরু হয়। কিন্তু হতাশার বিষয় হলো বিভিন্ন দুর্ঘটনায় কবলীতদের বিমার আওতায় আনা হলেও রেল দুর্ঘটনায় কবলীতদের বিমার আওতায় আনা হয় নি! রেলে দুর্ঘটনা সড়কের তুলনায় কম, এটা ঠিক। হতাহতের সংখ্যাও সড়কের তুলনায় অনেক কম। কিন্তু ট্রেন দুর্ঘটনা বাড়ছে। বাড়ছে হতাহতের সংখ্যা। স্থায়ীভাবে পঙ্গু হচ্ছে অনেকে। অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনায় জানমালের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে সংগত কারণেই প্রশ্ন ওঠে, ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণ নেই কেন? গত চার বছরে ট্রেন দুর্ঘটনায় এক হাজারের বেশি মানুষ মারা গেছে। অথচ জানমালের ক্ষতিপূরণ নিয়ে কথা হচ্ছে না। দেশের পরিবহনব্যবস্থায় বাস, বিমান ও নৌযান-তিন খাতেই বিমার প্রচলন রয়েছে। এতে অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় ক্ষতিপূরণ পান পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। সড়ক দুর্ঘটনায় হতাহতের ক্ষতিপূরণে সরকারের সুনির্দিষ্ট আর্থিক তহবিল রয়েছে। অথচ রেলের মতো গুরুত্বপূর্ণ গণপরিবহনে কোনো ধরনের বিমার ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট পরিবহণ প্রতিষ্ঠান হিসেবে রেল কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ পায় না। এমনকি যাত্রীর ক্ষতিপূরণ বাবদ সরকারের বরাদ্দ করা আর্থিক তহবিল নেই। নতুন করে সড়ক পরিবহণ আইন-২০১৮ প্রণয়ন করে সরকার। সেই আইনের বিধিমালার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক তহবিল তৈরি করা হয়েছে। কিন্তু রেলের আইন অনেক পুরোনো হওয়ায় সেই সুযোগ নেই। এ ক্ষেত্রে আইনের সংশোধন জরুরি। নতুন আইনের মধ্য দিয়ে রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল তৈরি করা যেতে পারে। বিশ্বের প্রায় সব উন্নত দেশে দূরপাল্লার গণপরিবহনের যাত্রীর বিমার ব্যবস্থা থাকে। এমনকি ভারত ও শ্রীলঙ্কায়ও এই প্রথা রয়েছে। শুধু তা-ই নয়, বাংলাদেশেও বিমানের যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে বিমার আওতায় চলে আসে। সে ক্ষেত্রে দুর্ঘটনাকবলিত যাত্রীর পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকে। কিন্তু দেশের রেলব্যবস্থায় ট্রেন ও যাত্রী কেউ বিমার আওতায় নেই। এখন প্রশ্ন হলো সড়কের দুর্ঘটনা গুলো দুর্ঘটনা আর রেলের গুলো কি দুর্ঘটনা নয়? যেহেতু দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত তাই দুর্ঘটনা জনিত সকল ক্ষেত্রকে বিমার আওতায় আনা হোক। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে খুব দ্রুত উদ্যোগ নেওয়া দরকার এবং সরকার এই বিষয়ে এগিয়ে আসা জন কল্যাণকর হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW