খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আম ব্যবসায়ী সোহেল হাওলাদার (৪০) বাগেরহাটের মোরেলগঞ্জের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বুধবার সকালে টাউন নওয়াপাড়া এলাকায় রাস্তায় আমভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল হাওলাদার গুরুতর হন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।